মোঃ ইউসুফ আলী (মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): মাদারগঞ্জ উপজেলায় ঈদ মেলা গুলোতে অশ্লীল নাচ, গান, বেহায়াপনা, জোয়া ও সার্কাস বন্ধ করণের উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, মাদারগঞ্জ উপজেলা শাখা।
এরই অংশ হিসেবে আজ ২৮ মার্চ ২০২৫ শুক্রবার বালিজুড়ি ইসলামিয়া ঈদ মেলা কমিটি, জুনাইল বাজার ঈদমেলা কমিটি ও মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের সাথে আলোচনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জনাব, মাও. মোস্তফা কামাল, আমিরে হেফাজত মাদারগঞ্জ উপজেলা শাখা হা. নুরুল ইসলাম সিনিয়র নায়েবে আমির, মাওলানা হাফিজ উদ্দিন সাধারণ সম্পাদক, মাওলানা মো. আশরাফ আলী মিডিয়া সম্পাদক হেফাজতে ইসলাম জামালপুর জেলা শাখা সহ অন্যান্য নেতৃবৃন্দ।