এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা): গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে গড়ে উঠা কাঠ কারখানার চুল্লি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তপাদার এ অভিযান পরিচালনা করেন।
আল ইয়াসা রহমান তাপাদার বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানের সময় কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যান।
কাউকে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি তবে, কারখানার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ওই গ্রামে ২২ শতক জমির ওপর অবৈধভাবে কয়লা তৈরির কারখানা গড়ে তোলের মালিক আব্দুল মান্নান ও তার স্বজনরা। কয়েকদিন আগে এর প্রতিকার চেয়ে নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন গ্রামবাসী।