ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের বাজারে সাঈদুর রহমান স্বপনকে (৫৪) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত স্বপন ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তবে তিনি জামিনে ছিলেন।
শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে স্বপনের নিজ এলাকায় তার প্রতিপক্ষ ছিল অনেক বেশি- এমনটাই জানা গেছে স্বপনের পরিবারের কাছ থেকে।
স্থানীয়রা জানান, ‘শনিবার সকাল ১০টার দিকে শেখেরহাট বাজারে স্বপনকে হাত ও পায়ের রগ কেটে উপুর্যপুরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এর আগে এদিন সকাল সারে ৯টায় একটি জানাযা নামাজে উপস্থিত হয়ে, নিজের জীবনের সব ভুল-ত্রুটির জন্য স্বপন সবার কাছে ক্ষমা চান বলে এলাকাবাসী জানিয়েছেন।
শেখেরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেল মুঠোফোনে জানান, নিহত স্বপন অতীতে যুবলীগ নেতা ও আওয়ামী লীগ সমর্থিত কর্মী ছিলেন। তবে বর্তমানে তিনি দলের কোনো পদে ছিলেন না।
এ হত্যা ঘটনার তথ্য নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, দুপুর সারে ১২টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।