ইসমাইল হোসেন( জামালপুর জেলা সংবাদদাতা জামালপুর জেলার অন্যতম আসন জামালপুর ০৩, দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ মির্জা আজম এম পি,বার বার প্রহসনের নির্বাচন ও বুদ্ধি- মত্বাকে কাজে লাগিয়ে বাগিয়ে নিয়েছেন অতি লোভনীয় পদটি,বক্তৃতার ফুলঝুরিতে মানুষকে উন্নয়নের কথা বলে বোকা বানিয়ে বারবার বসেছেন ক্ষমতার মসনদে।
এবার মানবিক সিংহ পুরুষ মানুষের মনের না পাওয়ার আকুতিকে জাগিয়ে দিয়ে আলোর মশাল নিয়ে সর্ব স্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের সংগ্রামে বিএনপির পতাকার নিচে আহবানে সাড়া দিয়ে আজকের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, জামালপুর জেলা বিএনপির শোভাযাত্রায় মেলান্দহ মাদারগঞ্জ বাসির প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব মুস্তাফিজুর রহমান বাবুল সাহেবের নেতৃত্বে জামালপুরে হাজার হাজার নেতা কর্মী রাস্তায় নেমে আসে।
আজকের এই উপস্থিতি প্রমান করে মানুষ এখন সঠিক নেতৃত্বের জন্য ঐক্য বদ্ধ হয়ে দেশের উন্নয়নের অংশীদার হতে বদ্ধপরিকর।