মোঃ হাসান (রায়পুর, উপজেলা সংবাদদাতা): মান্যবর ডিসি, লক্ষ্মীপুর স্যারের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ,,ইমরান খান, স্যারের নির্দেশনা আজ রায়পুর উপজেলার বাস টার্মিনালে ও লেংড়া বাজার এলাকায় মোবাইল কোড অভিযান পরিচালনা।
এ সময় যাত্রীদের নিকট থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত বাডা গ্রহণ এবং দৃশ্যমান স্থানে বাড়ার চার্ট না থাকায় ,ঢাকা এক্সপ্রেস, ইকোনো, জোনাকি ,ও শাহী বাস সার্ভিস ,এবং
চাঁদপুর গ্রামি বিভিন্ন সিএনজি চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পৃথক মামলায় (৩১০ ০০) হাজার টাকা অর্থ দ্বন্দ্ব প্রদান পূর্বক আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে বি ,আর, টি ,এ ,লক্ষ্মীপুর সেনাবাহিনী ও রায়পুর থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাডা আদায়ের মোবাইল কোড অভিযান করে। এক সময়, হাতিয়ার ডিসি মহোদয় নদীপথ ,স্থলপথ, হাতিয়া, তমরদ্দি ,বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে