মোঃ হাসান (রায়পুর উপজেলা সংবাদদাতা): বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে নিহত স্পেন প্রবাসী মোহাম্মদ সাহিজু উদ্দিন দেওয়ান হত্যার বিচার এবং মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ১২ এপ্রিল )বিকেলে উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় জনগণের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। প্রায় দুই ঘন্টা ব্যাপী চলে এই মানববন্ধন ও বিক্ষোভ অংশ নেন নিহতের স্বজন স্থানীয় নারী পুরুষ সহ বিভিন্ন স্তরের মানুষ। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান নিহতের স্ত্রী নার্গিস বেগম বড় ছেলে লিখন এবং ছোট ছেলে নাসিম এবং এলাকাবাসীর পক্ষে সহাগ হোসেন এবং অন্যান্য আত্মীয় স্বজনরা বক্তব্য রাখেন।
এসময় তারা বলেন খনি আসামি ফারুক কবিরাজ ও তার ভাই মেহেদী কবিরাজ বিএনপির নামধারী নেতা হওয়ায় পুলিশ এখনো তাদের গ্রেফতার করছে না তারা প্রকাশ্য এলাকায় ঘুরে বেড়ালেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী রহস্যজনকভাবে নিরব রয়েছে।
এছাড়াও আসামিরা এলাকায় প্রভাব খাটিয়ে নিহতর পরিবার ও স্বজনদের ভয়-ভীতি প্রদর্শন করেছে এবং মামলা প্রত্যাহার হুমকি দিচ্ছে।
বক্তারা আরো জানান যদি দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা যায় তাহলে তারা কঠোর আন্দোলনের কর্মসূচি দ্বিতীয় বাধ্য হবেন। উল্লেখ্য গতে সাথে এপ্রিল সোমবার বিকেলে উত্তর চরবংশী ইউনিয়নের মধ্যাচর বংশী বেডি বাদ, বাবুরহাট, ও খাসেরহাট ,এলাকার বিএনপির পক্ষের মধ্যে দফায়, দফায়, সংঘর্ষ হয় এতে স্পেন প্রবাসী মোহাম্মদ সাইজু উদ্দিন দেওয়ান( ৪৫) নিহত হন, এবং আরও অন্তত ১৫ জন আহত হন।
নিহতের স্ত্রী নার্গিস বেগম বলেন আমার স্বামীকে প্রকাশ্য কপি হত্যা করা হয়েছে প্রতিটি আসামি বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা রাজনৈতিক পরিচয় এর কারণে পুলিশ তাদের ধরতে ভয় পাচ্ছে এতে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি।
ঘটনার তিনদিন পর গত বুধবার নিহতের বড় ভাই হানিফ দেওয়ান রায়পুর থানায় ফারুক কবিরাজ মেহেদী কবিরাজ সহ একাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তাহেরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিরুল হক বলেন ফারুক কবিরাজ ও মেহেদী কবিরাজ সহ সকল আসামি আত্মগোপনে রয়েছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং গ্রেফতারের চেষ্টা চলছে।