বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

রূপগঞ্জে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকান্ড

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জানুয়ারি ৯, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ নওয়াব ভূইয়া  (রূপগঞ্জ  সংবাদদাতা): নারায়ণগঞ্জের রূপগঞ্জে আল রাজি নামক স্পিনিং মেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  বুধবার ( ৮ জানুয়ারি ) রাত্র ১১টার দিকে উপজেলার পৌরসভার কর্ণগোপ এলাকায়  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কারখানা কর্তৃপক্ষ সূত্র জানায়, কারখানাটিতে নাইট শিফটের কাজ চলা অবস্থায় মেশিনের মেটালিক স্পার্কের কারণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাচপুর ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে।  এ ব্যাপারে আল রাজি স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার কাজী হাসানুল করিম বলেন, নাইট শিফটের কাজ চলাকালীন রানিং মেশিনের মেটালিক ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ফ্যাক্টরির   মেকানিক্যাল আইটেমর কটন, ইলেকট্রিক্যাল আইটেম, ইন্ডাস্ট্রিয়াল টিনসহ ১ কোটি ২০ লক্ষ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে রাত্র সোয়া এগারোটার দিকে আমরা পৌঁছে রাত্র ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেশিনের মেটালিক ঘর্ষণে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ পরিমাণ বলা যাবে।

সর্বশেষ - সংবাদ