চট্টগ্রাম জেলার মীরস্বরাই উপজেলার মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ২৩ ফেব্রুয়ারী মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এই সময় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। দুপুরের বিরতির পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, গান পরিবেশনা, এবং পুরষ্কার বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে জামশেদ আলম চৌধুরী তপুর পরিচালনায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাসান খাঁন।
এতে উদ্বোধক হিসাবে উপস্থিত মীরস্বরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মীরস্বরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দিদারুল আলম চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বাস্তবায়ন করার সভাপতি হিসাবে জহির উদ্দিন চৌধুরী মামুন।
এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মীরস্বরাই উপজেলার শিক্ষা অফিসার, একেু কে এম ফজলুল হক। বিশেষ আলোজক হিসাবে উপস্থিত ছিলেন মীরস্বরাই উপজেলা সহ- শিক্ষা অফিসার রেজাউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর রাঙ্গুনিয়া কলেজের প্রভাষক একরামুল হক।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা চাএদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম বাবু।সমাজ সেবক শাহ্দাতা মামুন। উক্ত অনুষ্ঠান চলাকালে সভাপতি ত্হার এক বক্তৃতায় বলেন এই একদিন এই প্রতিষ্টান একদিন আমাদের আলো দিবে।এই প্রতিষ্টান আমাদের ধরে রাখতে আমাদের প্রয়াজনে।
আদর্শ নাগরিক হতে সন্তানের খবর নিতে হবে পিতা মাতা সচেতন হতে হবে। লেখাপড়ার দিকে অভিভাবক বৃন্দ সন্তানের দিকে নজর রাখতে হবে।এবং আদর্শ নাগরিক গড়তে মায়েদের অনেক ভুমিকা পালন করতে হবে।প্রগতিশীলতা থেকে অনেক বেশি ধার্মিক হতে হবে।প্রগতিশীলতা ধর্মকে ফ্রভাবিত করেনা বলে জানান।