বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

সাতক্ষীরায় নিজ শিশু কন্যাকে পুড়িয়ে হত্যার পর মাকে ও হত্যা

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এম ইদ্রিস আলী (সাতক্ষীরা জেলা সংবাদদাতা):  সাতক্ষীরায় দুই মাস বয়সের নিজ শিশু কন্যাকে চুলার আগুনে পুড়িয়ে হত্যার পর নিজের মাকেও কুপিয়ে হত্যা করার লোমহর্ষক ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার নুন গোলা গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে। নিহতের নাম রোকসানা খাতুন ও শিশুটির নাম আশরাফী খাতুন, পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করেছে।

নিহত গৃহবধূ স্বামীর নাম খোদা বক্স। সাতক্ষীরা সদরের ব্রমরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন জানান, আজ বেলা আড়াইটার দিকে মৃত খোদাবক্সের মেয়ে শান্তা খাতুন তার নিজের দুই মাস বয়সের মেয়ে আশরাফিকে জ্বলন্ত চুলার আগুনে পুড়িয়ে হত্যা করে, এ সময় তার মা বাধা দিতে আসলে তাকে কুপিয়ে হত্যা করে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিমুল হক জানান, আজ দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার নুনগোলা গ্রামের মৃত খোদা বক্সের মেয়ে শান্তা খাতুন প্রথমে তার নিজের মেয়ে দুই মাস বয়সের আশরাফিকে চুলার আগুনে পুড়িয়ে হত্যা করে।

এ ঘটনা তার মা রোকসানা খাতুন বাধা দিলে তাকে ও কুপিয়ে হত্যা করে। ঘটনা জানার সাথে সাথে তিনি ঘটনাস্থলে যান হত্যাকারী শান্তাকে গ্রেপ্তার করা হয়। লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। তিনি আরো জানান, শান্তা একটু অস্বাভাবিক প্রকৃতির ছিল। তবে কি কারণে হত্যা করেছে সে বিষয়ে এখনো কিছু জানতে পারেছি।

সর্বশেষ - সংবাদ