এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা): গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন (স্মার্টফোন) রাখার অপরাধে মো. কামরুজ্জামান মিয়া নামের এক শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।
পরীক্ষা চলাকালে উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের কেন্দ্র থেকে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। কামরুজ্জামান মিয়া উপজেলার মীরগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র।
কেন্দ্রসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ইলিয়াস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত স্পেশাল পরিদর্শন টিম-৭-এর প্রধান সহযোগী অধ্যাপক মো. রহুল আমীন এ কেন্দ্র পরিদর্শনে আসেন।
এ সময় ওই শিক্ষার্থীর কাছে স্মার্ট ফোন পাওয়া গেলে তাকে বহিষ্কার করেন। পরীক্ষাকেন্দ্রের পরিবেশ সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।