নবীণ দেখলো প্রবীন দেখলো
দেখে সবাই তুষ্ট ।
দৈনিক স্বাধীন কাগজ পড়ে বলছে,
এটাই যেনো শ্রেষ্ট।
পাক্ষিক সাপ্তাহিক আর মাসিক,
আছে যতই দৈনিক ।
হবে তুমি সবার উর্ধ্বে,
জ্ঞান ছড়াবে অধিক ।
ধরার বুকে আলো দিতে,
যাবে চত্বর দিক।
কোঠি কোঠি জনতা ধন্য হবে,
পেয়ে সঠিক দিক ।
ক্ষুদ্র ক্ষুদ্র লেখা দিয়ে,
নাম ছড়াবে বিশ্বে।
প্রতি দিন হাতে না পেলে,
হই যেন নিঃস্ব।
সত্যে সুন্দর লেখার ছোঁয়ায়,
গড়ে তুলবো দূর্জয়।
লেখক এলো কবি এলো,
ভিড় জমালো সুধি জন ।
জ্ঞানের আলো পেতে মোরা ,
পড়বো দৈনিক স্বাধীন কাগজ ।
লেখক, কলামিষ্ট, সম্পাদক , কবি, মোঃ আল আমিন সোহাগ