সাগর বাদশা (স্টাফ রিপোর্টার ): বিভিন্ন জায়গায় অলি আউলিয়ার মাজার ভাঙচুর করছে নিন্দার প্রতিবাদ জানিয়ে অনেক মানুষ এই মাঠে নামছে যারা অলি আউলিয়াদের কে ভালবাসে মাজার।
অনেক মানুষ এই মিডিয়ার সামনে এসে কথা বলেছে কেন মাজার ভাঙচুর হচ্ছে এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলে বিভিন্ন হুমকির মুখে পড়তে হয় । বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে যেমন মেরে ফেলার এরকম ঘটনা ঘটেছে।
শাহ পরান তরিকার পাগল লোকের সাথে, ফেসবুক পেজ থেকে নূরী পাগল নূরী তাকে সরাসরি মেরে ফেলার হুমকি দিয়েছে শিবিরের পোলাপান ও জনতার টিভির এডমিন, নূরী পাগল এর আকুল আবেদন এদের কঠিন বিচার হোক,ও দেশে শান্তি আসুক, তারা চায় অলি আউলিয়ারদের মাজার থাকে মাজার কে ভালোবেসে তারা জীবন দিতে প্রস্তুত।
বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় মাজার ভাঙার বিরুদ্ধে নিয়ে কথা বলছে অলি প্রেমিকরা। আরো কিছু কিছু জায়গায় দেখা গেছে সাদা কাফনের কাপড় পড়ে রাস্তায় নেমে আসে অলি প্রেমিকরা মরনের ভয় করে না। মাজার রক্ষার জন্য তারা জীবন দিতেও প্রস্তুত। কিন্তু মোবাইল ফোনে এরকম ভাবেই হুমকি আসে তাদেরকে মেরে ফেলা হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসব নিয়ে তোলপাল চলছে।