সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
স্বাধীন কাগজ
অক্টোবর ২১, ২০২৪ ১০:২২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়, পরে শহীদ আবু সাঈদ চত্বর হয়ে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং রংপুর মহাসড়ক দিয়ে চকবাজার হয়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে বিক্ষোভ মিছিল শেষ হয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয় ১ ২ ৩ ৪ সাহাবুদ্দিন তুই গদি ছাড়, আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা, ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে।

এসময় শিক্ষার্থী সুমন মিয়া বলেন, এই ছাত্রলীগ আবু সাঈদকে হত্যা করেছে আরো শত শত ভাইকে হত্যা করেছে।

আমরা চাই না এমন সন্ত্রাসী সংগঠন এই স্বাধীন বাংলাদেশে আর তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাক। তাই অতি দ্রুত ছাত্রলীগকে নিষিদ্ধ করা হক। আর এই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাদের একটা অংশ ফ্যাসিবাদের দোসর। আজ সে তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন উদ্দেশ্যমূলক কথা বলছেন।

শিক্ষার্থী রহমান আলী বলেন, আমরা বলে দিতে চাই স্বৈরাচারী দোসরদের জন্য এই বাংলার মাটিতে কোনো জায়গা নেই এবং আমরা তাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার দাবি করছি। আইন অনুযায়ী তাদের নিষিদ্ধ করা হোক। বর্তমান রাষ্ট্রপতি আমাদের সঙ্গে খেলা শুরু করেছে, তবে আমরা চাই না তাকে জোর করে গদি থেকে নামানো হোক।

 

সর্বশেষ - সংবাদ