পৈতায় ব্রাহ্মণ সেজে, তিনি পুরোহিত,
মন্ত্রপাঠ জানেন না, হাতে তিন তুড়ি,
শাঁখ বাজিয়ে আসনে, পকেটেতে নুড়ি,
দক্ষিনাটা ট্যাঁকে গুঁজে, নড়বড়ে ভিত্।
টিপ ছাপে নেতা মন্ত্রী,কার্য জনহিত,
কাটমানি ঘুষ খেয়ে,বাড়ে তাঁর ভূড়ি,
করে খাওয়ার মন্ত্র, বুলি পূর্বসূরি,
মূলধন উন্নয়ন, ধনী আচম্বিত।
পাঠশালায় পণ্ডিত, মূর্খ যার নাম,
সাহিত্যের ন্যাকাদেমী,এপাং ওপাং ঝপাং,
কাব্য জানেনা লিখতে, তিনি এক ভাম,
সমালোচনা কাব্যের, পান্ডুলিপি টপাং।
ওঝা জানে বিষ ঝাড়া, ছুটে কালঘাম,
বিছুটি পাতায় ভুলে, বাপ্ মা'র নাম।
স্বা/কা - কবি অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ / ভারত