জয়নাল আবেদিন (শেরপুর জেলা সংবাদদাতা): শেরপুর জেলা প্রশাসকের নির্দেশে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় আজ ৩ মার্চ ২০২৫ তারিখ নালিতাবাড়ী উপজেলার তারানি, পানিহাতা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ জন ব্যক্তিকে ৫০ হাজার করে মোট ৭.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে বিজিবি ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।
আজ ৩ মার্চ ২০২৫ তারিখ নালিতাবাড়ী উপজেলার তারানি, পানিহাতা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ জন ব্যক্তিকে ৫০ হাজার করে মোট ৭.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে বিজিবি ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।