জয়নাল আবেদিন (শেরপুর জেলা সংবাদদাতা): নালিতাবাড়ির উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান এর নেতৃত্বে ভোগাইপাড়, ছয়আনী, গোবিন্দনগর এলাকায় ভোগাই নদীতে ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে-
১ ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ১ টি মটর সাইকেল জব্দ করা হয়।
২০ টি ড্রেজার মেশিন, অসংখ্য পাইপ ও অন্যান্য বালু উত্তোলন সরঞ্জামাদি অপসারণ করা হয়। ১০ টি বালুর মাচা ধ্বংস করা হয়। অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।