মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): আজ ৭,মে ২০২৫ তারিখ সন্ধ্যায় হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞার খুলনা মহানগরীতে আগমন উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ কমিশনার হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজিকে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করেন, এ সময় পুলিশের আরো অনেক কর্মকর্তা এবং পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ সময় হাইওয়ে পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।