বুধবার , ৭ মে ২০২৫ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশ এবং জনগণের প্রত্যাশা পূরণে খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন উদ্যোগ।

প্রতিবেদক
স্বাধীন কাগজ
মে ৭, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ রফিকুল ইসলাম খুলনা জেলা সংবাদদাতাঃ

জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে গিয়ে পুলিশের প্রতি তাদের প্রত্যাশার কথা শোনার জন্য বিভিন্ন কমিউনিটির সাথে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশের আয়োজন করা হচ্ছে।

গত ০৬ মে ২০২৫ তারিখ বিকেলে নগরীর খুলনা সদর থানা এবং লবণচুরা থানার যৌথ উদ্যোগে লবণচুরা থানাধীন হরিণটানা, রিয়াবাজার ইমদাদুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ হুমায়ুন কবির এবং অফিসার ইনচার্জ খুলনা থানা জনাব হাওঃ সানওয়ার হুসাইন মাসুম, মতবিনিময়কালে পুলিশের প্রতি জনগণের প্রত্যাশার পাশাপাশি নাগরিকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। মানুষের প্রত্যাশা শ্রবণ করে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি জনগণকেও আইন মান্যতাসহ পুলিশের আইনী কার্যক্রমে সর্বাত্মক সহায়তা কামনা করা হয়। সমাবেশে উপস্থিত কয়েকজন লোকজন তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সর্বশেষ - সংবাদ