মোঃ ইউসুফ আলী (মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): আমানতের অর্থ উদ্ধার কমিটির আহব্বায়ক শিবলুল বারী রাজুর নেতৃত্বে ৬এপ্রিল রোজ রবি বার আগামীকাল সকাল দশটায় আওয়ামী-জামায়াতের অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল আয়োজিত হবে।
মাদারগঞ্জের লুণ্ঠনবিরোধি সকল শ্রেনী-পেশার মানুষদের অংশগ্রহণ করার আহ্বান।
রাষ্ট্রের লাঠিয়াল বাহিনীর হুমকি ধামকি আছে, আগামীকাল এদের ঝামেলা করার সমূহ সম্ভাবনা আছে। সারাদেশের কমরেডদের প্রতি আহ্বান, আপনারা এ-বিষয়ে সোচ্চার থাকবেন।