মোহাম্মদ হাসান (লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা): লক্ষ্মীপুর ফেনী, নোয়াখালী,খাগড়াছড়ি, ত্রিপুরা ও পার্শ্ববর্তী অঞ্চলে চলমান ভারী বর্ষণের ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার পরিস্থিতি আরো অবনতি হতে পারে৷
এমনকি উজান থেকে নেমে আসা পানিতে ফেনী জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকার নদ নদী সমূহের পানি বিপদসীমা অতিক্রম করে নদীর পার্শ্ববর্তী নতুন নতুন এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
ফেনী জেলা এবং পার্শ্ববর্তী এলাকার নদ নদী সমূহের নিকটবর্তী বন্যা প্রবণ নিচু এলাকার বাসিন্দাগন সতর্ক থাকুন। খুব কম সময় অতিরিক্ত বৃষ্টির জন্য আকস্মিক বন্যা হলে এগুলো অনেক সময় কোন আলামত ছাড়াই চলে আসে।
সুতরাং বন্যা আসলে দেখা যাবে এরকম চিন্তা করলে বিপদে পড়তে হতে পারে। তাই অবশ্যই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সাথে যোগাযোগ রাখুন। এবং খুব ঝুঁকিপূর্ণ নিচু এলাকা থেকে এখনই নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন।