এম,শাহজাহান, (ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা): শেরপুরের ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ও বাস্তবায়নে বন্যা পরবর্তী পুর্নবাসন প্রকল্প-২০২৪ এর আওতায় শেরপুরে ১শত ৬০টি গৃহহীন পরিবারকে ঘর প্রদান উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১১মে) দুপুরে ঝিনাইগাতী উপজেলার চাপাঝুড়া গ্রামের মো; জমসেরআলীকে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি প্রদানের মধ্যদিয়ে এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেরিটি বিভাগের প্রধান মাহবুবুর রহমান চৌধুরী, প্রজেক্ট এক্সিকিউটিভ জুবায়ের ইবনে কামালসহ স্থানীয় ভলান্টিয়ার ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২৪ সালের ৪অক্টোবর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুর জেলা সদরসহ সবগুলো উপজেলায় ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। সে সময় আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যায় কবলিত ৩ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী, ১শত ৯৯টি পরিবারকে ৪০ হাজার করে ৭৯লাখ ৬০হাজার নগদ টাকা প্রদান করে। পরবর্তীতে বেশী ক্ষতিগ্রস্ত ১শত ৬০টি পরিবারকে প্রায় ৩ লাখ টাকা ব্যায়ে দুই কক্ষ ও বারান্দাসহ সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়।
১শত ৬০টি ঘরের মধ্যে ঝিনাইগাতীতে-১শত ৫টি, নালিতাবাড়ীতে-৪৯টি, নকলায়-২টি এবং শেরপুর সদর উপজেলায়-৪টি ঘর প্রদান উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। সুবিধাভুগী জংসের আলী ঘর পেয়ে খুশিতে সাংবাদিকদের বলেন,‘আগে থাকতাম মাটির ঘরে, অহন থাকমু বিল্ডিং ঘরে’