(নেত্রকোণা প্রতিনিধিঃ) হাওরের দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাওর অধ্যষিত মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণা আটপাড়া উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন আটপাড়া উপজেলা মৎস্য অফিসার মাসুদ জামান খান ।
সোমবার সকাল ১১ টায় আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের মাগুরা হাওড় হতে ৩০টি অবৈধ চায়না জাল জব্দ করেন যার মূল্য প্রায় ১লক্ষ ৫০ হাজার টাকা । এসময় অভিযানে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, পুলিশ সদস্যসহ অন্যান্যরা।
এছাড়াও জাল গুলো উপজেলায় এনে বিনষ্ট করার সময় নির্বাহী কর্মকর্তা ও বিএনপি’র সভাপতি মাছুম চৌধুরী সহ আরো অনেকেই এময় উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি )নিলুফা ইয়াসমিন নিপা জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট ও মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।