তানজিলা শাহ্ রূবী (নেত্রকোণা জেলা সংবাদদাতা): আটপাড়ায় ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমের আউশ ধানের ৫ কেজি বীজ ও ২০ কেজি রাসায়নিক সার ৪ শত ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করেন।
১৩ এপ্রিল বিকাল ৩টায় আটপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানের হয়। এতে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা এবং আয়োজনে আটপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণা।
এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা কৃষি অফিসার ফয়জুন নাহার নিপা, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার এবি এম ওমর ফারুক তুহিন,উপ-সহকারী,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান , কৃষি অফিসের উপ-সহকারী শাকিল আহমেদ খানসহ কৃষি অফিসের বিভিন্ন ইউনিয়ন মাঠকর্মী প্রমুখ।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে আউশ ধান ফসলের আবাদ বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রতি কৃষককে ৫ কেজি ধানের বীজ এবং এম ও পি- ডিএপি ১০ কেজি করে ২০ কেজি সার বিতরণের করা হয়েছে।