সোমবার , ৭ জুলাই ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

আড়াইহাজারে মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে এক যু্কক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ৭, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মুক্তাদির রহমান শুভ, (নারায়ণগঞ্জ সদর সংবাদদাতা): মরোববার ভোরে উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়নের ব্রহ্মনদী সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, সাহাপাড়া এলাকার মৃত নাইমের ছেলে শাহীন একই এলাকার জৈনেক মঞ্জুরের মালিকানাধীন মালিহা ফুড কারখানায় কাজ করতো। কারখানা থেকে মোবাইল চুরির অভিযোগে শাহীনকে মারধর করে মন্জু গং।

এসময় মারধর সইতে নাপেরে একপর্যায়ে মোবাইল ফেরৎ দেয়ার প্রতিশ্রুতি দেয় শাহীন। পরে অপবাদ সইতে না পেড়ে রোববার ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শাহীন। আত্মহত্যার আগে ভিডিওতে শাহীন নিজেকে নিরপরাধ দাবি করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছ। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল থেকে শাহীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ - সংবাদ