মোহাম্মদ নুর আলম আকন্দ (নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা): নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য অধিদপ্তর হতে পাবদা, গুলশা, টেংরা, মাছের চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, আজকে ২৯/০৪/২০২৫ খ্রিস্টাব্দে মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই মাছ চাষে আগ্রহী পুরুষ এবং নারী মিলিয়ে প্রায়
৩০ জন মৎস্য চাষীকে নারায়ণগঞ্জ সদর উপজেলা হতে স্থায়ী বাসিন্দা ব্যক্তিদেরকে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ১ দিন ব্যাপী মাছ চাষের জন্যে প্রশিক্ষণ দেওয়া হয়, এসময় নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ডঃ ফজলুল কাবির উপস্থিত ছিলেন, মাছ চাষ বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন।
আরো উপস্থিত ছিলেন নওশের আলী সহকারী পরিচালক নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা, প্রথমেই মৎস্য চাষ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা ফরিদা ইয়াসমিন এবং কুকুর কিভাবে তৈরি করতে হয় মাছের পোনা কিভাবে সংরক্ষণ করতে হয় কাদামাটি কিভাবে সরিয়ে মাছকে চাষযোগ্য করতে হয় এই বিষয়ে খুব সুন্দর ভাবে আলোচনা করেন,
মৎস্য চাষ বিষয়ে স্বাবলম্বী হয়ে বেকারত্ব দূর করতে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। এই মৎস্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে সম্মেলন কক্ষ জেলা মৎস্য দপ্তর নারায়ণগঞ্জ। বাস্তবায়নের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর নারায়ণগঞ্জ।