মোঃ ইউসুফ আলী (মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): জেলা সমবায় কার্যালয়ের তথ্য অনুযায়ী, গ্রাহকের ৭৩০ কোটি টাকা সমিতি গুলোর কাছে ছিল। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৩টি সমিতির মধ্যে আল-আকাবা, শতদল, স্বদেশ, নবদীপ, হলিটার্গেট ও রংধনু অন্যতম।
ছয়টি সমিতির কাছে জমা আছে ৭০০ কোটি টাকার বেশি। শুধু মাদারগঞ্জের গ্রাহক নয় এ ছাড়া ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ী ও জামালপুর সদরের কয়েক হাজার গ্রাহক আছে।আমানতের অর্থ উদ্ধার কমিটির আহব্বায়ক শিবলুল বারী রাজুর নেতৃত্বে ২৩ মার্চ রোজ রবি বার জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতি থেকে আমানতের টাকা ফেরত পেতে জামালপুরে অবস্থান কর্মসূচি পালন করে ক্ষতিগ্রস্ত গ্রাহকগন।
জামালপুরে অবস্থান কর্মসূচি পালনের পর আমানতের টাকা উদ্ধারে প্রশাসন পাশে থাকবেন বলে জানিয়েছিলেন তবে প্রশাসন পাশে থাকেনি তাই আমানতের অর্থ উদ্ধার কমিটির আহব্বায়ক শিবলুল বারী রাজুর ছেলে রৌদ্র ০৫ এপ্রিল রোজ শনিবার দুপুর ১২:৩০ মিনিটে গনমাধ্যম ফেসবুকে আওয়ামী-জামাতের অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে ০৬ এপ্রিল রোজ রবিরার মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল এর ডাক দেয় ৷
বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল এ আসার পথে ভাংবাড়ি গ্রামের ফাতেমা নামের এক আমানতকারীমৃত্যু হয় সেই লাস নিয়ে থানা ঘেরাও করার ঘোষনা দেন রৌদ্র, তবে সেটা হয়ে উঠেনি মহিলা লাস এজন্য ৷ কিন্তু আমানতকারীরা ঠিকি থানা ঘেরাও করে ৷
আস্তে আস্তে তারা থানা সহ বাস টার্মিনাল সিএনজি ষ্ট্যান্ড,ফায়ার সার্ভিস মোড় তারা দখলে নেয় ফরে মাদারগঞ্জ টু জামালপুর যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ দেখা গেছে হাজারো আমানতকারীর আর্তনাথ ৷ তারপর আক্রমনাত্মক ভাবে আসে আর্মি তবে তাতে ফল হয়নি ৷ আমানতকারী এক মহিলা বলেন, ডিসি এসপি থানার ওসিকে আমাদের টাকা দিয়ে তারা হাত করে রাখছে আমি ডা. ইউনূস কে বলতে চাই আপনি হাসিনা শৈরাচারকে দূর করছেন বাংলাদেশকে সংষ্কার করবেন এটা কেমন সংষ্কার আপানার প্রশাসনই তো দূনীতিবাজ ৷
শিবলুল বারী রাজু বলেন, যদি কোন এক আমানতকারীর উপর প্রতারকদের পক্ষ নিয়ে পুলিশ,আর্মি বা প্রশাসন মারধর করে তবে আমরা আমানতকারীরা মাদারগঞ্জে আগুন লাগিয়ে দেব ৷
কারন প্রশাসন আমাদের শত্রু পক্ষ হয়ে গেছে ৷ যে প্রশাসন আমাদের টাকায় চলে সেই প্রশাসন আজ প্রতারকদের পক্ষ নিয়েছে এই প্রশাসন আমাদের দরকার নাই ৷ সুতরাং আমরা যতক্ষন পর্যন্ত আমাদের বিচার না পাচ্ছি আমাদের সমাধান না পাচ্ছি ততক্ষন পর্যন্ত আমরা আমাদের মৃত্যু পর্যন্ত আমরা রাজপথে অবস্থান নিব ৷ প্রশাসন প্রতারক মালিক পক্ষের পক্ষ নিয়ে আমাদের মেরে ফেলুক দেশের মানুষ জানুক ৷
তিনি জানিয়েছেন যে আমাদের দাবি পূরন না হওয়া পর্যন্ত আমরা থানা,ফায়ার সার্ভিস মোড়, বাস টার্মিনাল ও রাজপথ ছাড়ব না ৷ ইনশাআল্লাহ ৷