শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

আমানতকারী গ্রাহকদের অবরুধে মাদারগঞ্জ টু জামালপুর যান চলাচল বন্ধ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ২৫, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ ইউসুফ আলী (মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): জেলা সমবায় কার্যালয়ের তথ্য অনুযায়ী, গ্রাহকের ৭৩০ কোটি টাকা সমিতি গুলোর কাছে ছিল। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৩টি সমিতির মধ্যে আল-আকাবা, শতদল, স্বদেশ, নবদীপ, হলিটার্গেট ও রংধনু অন্যতম।

ছয়টি সমিতির কাছে জমা আছে ৭০০ কোটি টাকার বেশি। শুধু মাদারগঞ্জের গ্রাহক নয় এ ছাড়া ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ী ও জামালপুর সদরের কয়েক হাজার গ্রাহক আছে।আমানতের অর্থ উদ্ধার কমিটির আহব্বায়ক শিবলুল বারী রাজুর নেতৃত্বে ২৩ মার্চ রোজ রবি বার জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতি থেকে আমানতের টাকা ফেরত পেতে জামালপুরে অবস্থান কর্মসূচি পালন করে ক্ষতিগ্রস্ত গ্রাহক। জামালপুরে অবস্থান কর্মসূচি পালনের পর আমানতের টাকা উদ্ধারে প্রশাসন পাশে থাকবেন বলে জানিয়েছিলেন তবে প্রশাসন পাশে থাকেনি তাই আমানতের অর্থ উদ্ধার কমিটির আহব্বায়ক শিবলুল বারী রাজুর ছেলে রৌদ্র নেতৃত্বে ০৬ এপ্রিল রোজ রবিরার মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল এর ডাক দেয় ৷

বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল এর ১৬দিন পর মঙ্গলবার দিনগত রাত্রিতে আনুমানিক রাত ১২টার পর আল আকাবা সমবায় সমিতির পরিচালক, মাহবুবুর রহমান মাহবুবকে আমানতের গ্রাহকরা আটক করে জুতার মালা গলায় দিয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশের হাতে তুলে দেয় ৷ এরপর মাদারগঞ্জ মডেল থানার পুলিশ চালান দেওয়ার সিধান্ত নেয়, কিন্তু গ্রাহকরা প্রশাসনের এই সিধান্তে একমত নয় ৷

গ্রাহকরা চায় গ্রেফতারকৃত আল-আকাবা এর পরিচালক মাদারগঞ্জ মডেল থানায় থাকা অবস্থায় তাদের আমানতের টাকার ফেরতের সিধান্ত আসুক ৷ তাই তারা এস এস সি পরিক্ষার্থীদের কথা ভেবে দুপুর ২টার পর থেকে রাস্তা অবরুধ করে ফলে মাদারগঞ্জ টু জামালপুর যান চলাচল বন্ধ ৷ গ্রেফতারকৃত আসামী মাহবুবুর রহমান মাহবুবকে মাদারগঞ্জ মডেল থানা থেকে স্থানান্তিত করার উদ্দেশ্যে র‌্যাব সেনাবাহিনী আসে ৷

কিন্তু আমানতের গ্রাহকদের রাস্তা অবরুদের কারনে প্রশাসন মাদারগঞ্জ মডেল থানা পযন্ত পৌছাতে পারেনি ৷ রাতে উপজেলাতে জামালপুর জেলা ও মাদারগঞ্জ প্রশাসনের সাথে সমিতি গ্রাহকদের বৈঠক হয়৷ বৈঠক শেষে, আগামী ১৫ মে ২০২৫ তারিখের মধ্যে নিম্নলিখিত সমবায় সমিতি লিঃ এর পক্ষে গ্রাহকদের আমানতের টাকা প্রথম কিস্তি পরিশোধের অঙ্গীকার করেছে – ১। আল আকাবা সমবায় সমিতি =২০ কোটি ২।

শতদল বহুমুখী সমবায় সমিতি লিঃ = ১০ কোটি ৩। স্বদেশ বহুমুখী সমবায় সমিতি লিঃ =২ কোটি ৪। নবদ্বীপ বহুমুখী সমবায় সমিতি লিঃ- -১ কোটি ৫। আল আকছা সমবায় সমিতি লিঃ – ১.৫ কোটি মোট- ৩৪কোটি ৫০ লাখ । তারপর প্রশাসনের আশ্বাসে আল আকাবা সমিতির পরিচালক মাহবুবকে থানা থেকে আদালতে প্রেরণ করতে সম্মতি দেয় গ্রাহকরা। ২৪ তারিখ রাতেই কড়া নিরাপত্তায় তাকে জামালপুর নেওয়া হয়।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হাইব্রীডরা বিভিন্ন কুটকৌশল করছে, দলে বিভক্তি সৃস্টি করতে চায় সাবধান

গাইবান্ধায় তিন সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা খারিজ

রাতের আধারে নয় অফিসিয়ালি বিএনপিতে আসতে হবে – শামা ওবায়েদ ইসলাম

আটপাড়ায় ৪৫০ জন কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণের

শিশু চুরি করে নিয়ে লাখ টাকায় বিক্রি, এক সপ্তাহ পর উদ্ধার

অজ্ঞাত সন্ত্রাসী হামলায় নড়ে বসেছে জামালপুরের আইন শৃংখলা বাহিনী

ইফতার মাহফিলে বাধা না দিতে ছাত্রদলের অনুরোধ

স্বৈরাচার ঘাতক নির্মূল কমিটি অতি শীঘ্রই আত্মপ্রকাশ হতে যাচ্ছে

আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার

ঈদকে টার্গেট করে ডিবি পরিচয়ে অপহরণ, গ্রেফতার ৪