মিসেস কুমকুম (বিশেষ সংবাদদাতা): গতকাল ২০ শে মে রোজ মঙ্গলবার বিকাল ৫ টায় ফুলহর মদনপুর বন্দর নারায়ণগঞ্জ সানি ভিলা, কৃষি ব্যাংকের নীচ তলায় আল আকসা এন্টারপ্রাইজ লিঃ এর পক্ষ থেকে সদস্য সাবেক চেয়ারম্যান মোঃ আলহাজ্ব মাকসুদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ছিলেন সদস্য সাবেক চেয়ারম্যান মোঃ আলহাজ্ব মাকসুদ হোসেন , বিশেষ অতিথি , প্রভাষক,আগারগাঁও তালতলা স্কুল এন্ড কলেজে এস, পি, এস MXN মর্ডান হারবাল গ্রুপ লিঃ ঢাকা আলহাজ্ব ডাঃ শেখ আহমদ , সভাপতি , চেয়ারম্যান আল আকসা এন্টারপ্রাইজ লিঃ মোঃ শফিকুল ইসলাম ,
সার্বিক ব্যবস্থাপনায়, ভাইস চেয়ারম্যান আল আকসা এন্টারপ্রাইজ , মোঃ শাহিন আহমেদ ,ব্যাবস্থাপনা পরিচালক আল আকসা এন্টারপ্রাইজ মোঃ আব্দুস সালাম, সহকারী ব্যাবস্থাপনা পরিচালক আল আকসা এন্টারপ্রাইজ মোঃ রাকিব হোসেন, সঞ্চালনায় আল আকসা এন্টারপ্রাইজ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকায় গণ্য মান্য ব্যাক্তি বর্গ ও আল আকসা এন্টারপ্রাইজ এর কর্মকর্তারা।