মোঃদুলাল (স্টাফ রিপোটার গাইবান্ধা): আল-আকসা জামে মসজিদের জায়গা বিক্রির প্রলোভন দেখিয়ে ১১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় দুই রাজনৈতিক নেতার বিরুদ্ধে রোষে ফুঁসছে এলাকাবাসী।
শুক্রবার সকাল ১১ টায় জুমার নামাজের আগে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর আয়োজনে কলেজ রোড এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়
মানববন্ধনে অভিযোগ করা হয়, কৃষক দলের নেতা রুহুল আমিন (আল-আমিন) এবং যুবলীগ নেতা মোমিন মিয়া, মসজিদের জায়গা বিক্রির নাম করে অর্থ গ্রহণ করেন। পরবর্তীতে জানা যায়, বিক্রির কোনো বৈধ কার্যক্রম হয়নি এবং সংশ্লিষ্ট অর্থ আত্মসাৎ করা হয়েছে।
বক্তারা বলেন, “এটি শুধু অর্থ আত্মসাৎ নয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সমাজে বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র।”তারা আরও জানান, এই ঘটনার ন্যায়বিচার না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
আয়োজনে:আল-আকসা জামে মসজিদের সকল মুসল্লি ও এলাকাবাসী।