মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): শিক্ষকের নির্যাতনে ছাত্র হত্যার অভিযোগ। (২০)পারা মুখস্থ করা শিশু সানীম কে হত্যার অভিযোগ আল-মাইন ইসলামী একাডেমীর ,শিক্ষক, মাহমুদুর রহমান, আটক যদিও মাদ্রাসার সুপার মাওলানা ,বশির আহমদ বলেন শিশুটি আত্মহত্যা করেছে ।
তিনি আরও বলেন তিন তলার বাথরুম থেকে নিচতলায় নামানো হয়েছে তবে মাদ্রাসার সিসি ক্যামেরায় শিশুটি গামছা নিয়ে বাথরুমে যাওয়ার ছবি দেখা গেল, বাথরুম থেকে বের হওয়ার ছবি কেউ দেখতে পারে নাই ,আবার সানিম ফুফাতো ভাই শাহিদ হোসেন জানান, তিনি ৩-৪ দিন আগে তাদের জানানো হয়। সানিম কথা শুনেনা ও হুজুরের নামে বদনাম করে।
তাই হুজুর তার উপর খ্যাপা ,তিনি মাদ্রাসা এসে সানিমের লাশ নিচ তলায় একটি কক্ষ দেখেন বল জানান ,তবে সানীমের লাশ পুলিশের উপস্থিতি ছাড়া বাথরুম থেকে বের করে তিন তলা থেকে নিচতলা নামানো কেন নিয়েছিল।
প্রতিষ্ঠান রিক্স কেন নিয়েছিল, এটার সুস্থ তদন্ত কেউ দিতে পারে নাই ,তাহলে শিশু নির্যাতনের শিকার কিনা তাই ঘটনা ধামাচাপা দিতে এমন কিছু কি ,?প্রকৃত অপরাধী সনাক্ত করে বিচারের দাবি জানান ভক্তবোগী পরিবার।