মোঃ হাসান (রায়পুর উপজেলা সংবাদদাতা): মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ তোষণে নয় ইসলামের বিজয়ী দেশবাসীর মুক্তি নিহিত। ২৪ এর গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক ( পি আর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে জনমত গড়ার আহবানে।
এই স্লোগানকে সামনে রেখে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। আজ শুক্রবার (১১ এপ্রিল) ২০২৫ ইং, দুপুর দুইটাই বাস টার্মিনালে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন শাসকগোষ্ঠী ৫৪ বছরে স্বাধীনতার স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে আমরা বিএনপির শাসনামাল দেখেছি, আওয়ামী লীগের ও সাড়ে পনেরো বছর শাসন আমলো দেখেছি ,এরশাদের শাসন আমলো আমরা দেখেছি।
আমাদের হাত পাখাকে ভোট দিয়ে যাতে করে মানুষ শান্তিতে বসবাস করতে পারে সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। যেখানে কোন দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারবে। ইনশাআল্লাহ।
আরো বলেন দীর্ঘ ৫৪ বছর ও জনতার ইচ্ছার প্রতিফলন ঘটেনি সাম্য প্রতিষ্ঠা হয়নি ,মানবিক মর্যাদা শূন্যের কোটাই, কৃষক ,শ্রমিক, মেহনতে মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। জুলাই অভ্যুত্থানের রক্ত আজ বিফলের পথে, আমরা ২০২৪ সালের নতুন বাংলায় আর কোন বৈষম্য দেখতে চাই না। আন্তর্জাতিক ব্যাখ্যা ফেটে প্রসঙ্গে তিনি বলেন, আজ ফিলিস্তীরের মানুষ অসহায় অজরে শিশুরা কাঁদছে মা বোনের ঘর ছাড়া হচ্ছে।
মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তিনি আগামী ১২ এপ্রিল রোজ শনিবার সকলকে গাজা টু মার্চে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা মোঃ মহিউদ্দিন সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ,লক্ষ্মীপুর জেলা, ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোখলেসুর রহমান, ছাত্র আন্দোলনের ,সভাপতি, মোঃ ইউনুস খান, সহ আরো অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ,জেলা উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, মাওলানা আনোয়ার হোসেন, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রায়পুর উপজেলা। সঞ্চালক ছিলেন মাওলানা হেলাল উদ্দিন সাহেব ,সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ, রায়পুর উপজেলা, এবং সর্বশেষ ফিলিস্তিন তথা রায়পুর বাসির জন্য দোয়া করেছেন মুফতি ,সৈয়দ মোঃ ফয়জুল করিম শায়েখ চরমোনাই, নাইবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ