মোঃ ইউসুফ আলী (মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): মাদারগঞ্জ উপজেলার ২নং কড়ইচড়া ইউনিয়ন এর মহিষবাথান যুব-সমাজের সংস্থা (মহিষবাথান মানব কল্যাণ সংস্থা) ঈদ-উল ফিতরকে সামনে রেখে ২৯ মার্চ রোজ শনিবার ঈদ সামগ্রী বিতরনের ঘোষনা দিয়েছেন।
মহিষবাথান মানব কল্যাণ সংস্থা এর সভাপতি শিবলী আল-আমিন ও সাধারন সম্পাদক ফরহাদ হোসেন ফজলু বলেন, গড়বো সমাজ, গড়বো দেশ, মানবতার বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে মহিষবাথান মানব কল্যাণ সংস্থা পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ১০০ পরিবারের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আমরা একটি প্যাকেজ ঠিক করেছি।
আমাদের প্যাকেজে যা যা থাকছে, শজি, সেমাই, গুড়া দুধ, একটি সাবান, চিনি, চাউল, সয়াবিনতেল। প্রতি প্যাকেজের মূল্য থাকবে মাত্র ৩৬০ টাকা।