সাগর বাদশা ( স্টাফ রির্পোটার): রাজধানীর উত্তরা থেকে ছিনতাইকৃত এক লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার ও ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মোঃ ফরিদুল ইসলাম (৩৮)। আজ রবিবার (২০ এপ্রিল ২০২৫খ্রি.) দুপুর আনুমানিক ০১:০০ ঘটিকায় উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, জনৈক মোহাম্মদ দুলাল আজ দুপুর ০১:০০ ঘটিকায় উত্তরার একটি রেষ্টুরেন্ট থেকে পাওনা টাকা সংগ্রহ করে উত্তরা ৬ নম্বর সেক্টরে ফ্লাইওভারের নিচে আটককৃত সিএনজির কাছে পৌঁছলে দুইজন ব্যক্তি মারধর করে তার সঙ্গে থাকা দুই লক্ষ ৭৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। ভিকটিমের চিৎকার শুনে উত্তরা পূর্ব থানার ডিউটিরত একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে এসে ছিনতাইকারী মোঃ ফরিদুল ইসলামকে গ্রেফতার করে।
পরে তার দেহ তল্লাশী করে ছিনতাইকৃত এক লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করে ও ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিটি জব্দ করে।
এ সময় তার দুজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মোহাম্মদ দুলাল বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি মামলা করেন। উত্তরা পূর্ব থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ফরিদুল ইসলাম পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। সে তার সহযোগীদের নিয়ে উত্তরা এলাকায় ছিনতাই করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।