মোহাম্মদ নুর আলম আকন্দ ( নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা): নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, কর্তৃক গৃহীত ‘গ্রীণ এন্ড ক্লীন নারায়ণগঞ্জ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ২৮ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), নারায়ণগঞ্জ।
সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ, ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য আরও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।