এম এ কাইয়ুম( মৌলভীবাজারজেলা প্রতিনিধি) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দীর্ঘদিন পর ঐক্যবদ্ধ ভাবে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২১মে) সন্ধ্যা ০৭ ঘটিকায় জেলা বিএনপি’র সফল আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন মহোদয়ের বাসভবনে আহ্বায়ক কমিটির উদ্যোগে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন সাহেবের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মহসিন মিয়া মধু, আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বাদশা, আব্দুল ওয়ালী সিদ্দিকি, আব্দুল মুকিত, আব্দুল হাফিজ, মনোয়ার আহমেদ রহমান, বকশি মিজবাউর রহমান, স্বাগত কিশোর দাস চৌধুরী, দরুদ আহমেদ সহ জেলা বিএনপির আহবায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
বার বার ঐক্যবদ্ধ বিশেষ সভা,সমাবেশ,মিছিল,সম্মেলন করতে সদালাপী,বিনয়ী,দূরদর্শী রাজনৈতিক গুণী একজন মহৎ ব্যাক্তি জননেতা জনাব ফয়জুল করিম ময়ূন সাহেব দিন রাত অনেক পরিশ্রম করে যাচ্ছেন।
স্বাধীন কাগজ পত্রিকার জেলা প্রতিনিধির সাথে এক সাক্ষাৎকারে জননেতা জনাব ফয়জুল করিম ময়ূন বলেন আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান,আগামীর রাষ্ট্র নায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেব আস্তা ও বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছেন । তিনি জেলার মধ্যে একমাত্র আমাকেই বেছে নিলেন,কারণ তিনি হয়তো ভেবেছেন দীর্ঘদিনের বিভক্ত মৌলভীবাজার জেলা বিএনপি আমার দ্বারাই সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ,শক্তিশালী,আদর্শবান হওয়া সম্ভব। আমি ও সেই কাজটাই করছি। যার ফলাফল চোখের সামনে বিদ্যমান।*
সভায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন, আগামী ২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগদান সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।