উন্নয়ন ক্ষুদ্র ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ
গ্রাম : সোহাগদল, প্রো: সোহাগদল, উপজেলা : নেছারাবাদ, জেলা : পিরোজপুর।
শাখা : সাগরকান্দা ২০১৬ সাথে উন্নয়ন ক্ষুদ্র ব্যাবসায়ী সমবায় সমিতির কাজ শুরু করে। উক্ত সমিতির মালিক ৩ জন এরা ৫ই আগষ্টের পরে সমিতির মালিক পক্ষ নিখোঁজ হয়ে যায়। গ্রাহকরা দিশেহারা তাদের টাকা কি ভাবে পাবে শুধু এটাই চিন্তা। অবশেষে আজকে প্রশাসন (ডিভি) সহযোগিতার মাধ্যমে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। মালিক পক্ষকে এলাকায় বাসি ও প্রশাসক এর পক্ষ থেকে আশ্বাস দেয়া হয় তাদের আগে মতো সমবায় সমিতির কালক্রম পরিচালিত করে পাওনা গ্রাহকের টাকা ফেরত দেয়ার জন্য বলা হয়েছে। সেখানে উপস্থিত ছিলো গ্রাহক সহ বিভিন্ন ধরনের গুনীজনরা তাৎক্ষণিকভাবে একটা কমিটি গঠন করা হয় এই সমিতির মালিক পক্ষকে সার্বিক সহযোগিতা করার জন্য। এক দুঃখী মা (ফুলবরু)
কাঁদো কাঁদো গলায় বলে আমি ভিক্ষা করে জীবনের সব টাকা এই সমিতির কাছে জমা দিছি বলতে বলতে পা জরিয়ে ধরে। মালিক পক্ষের একজন বলে আমাকে ৫ ই আগষ্টের পরে অনেক ভয় ভীতি দেখিয়ে গ্রাম ছাড়া করে এমন কি আমরা জমি লিখে নেয় আমি আর যেন কেন দিন বাড়িতে না আসি। অকপটে স্বীকার করে প্রশাসনের সামনে।
গ্রাহকরা এক কোটি টাকার বেশি এই সমিতির মালিক পক্ষের কাছে পাবে।