মোহাম্মদ রফিকুল ইসলাম,( খুলনা জেলা সংবাদদাতাঃ) খুলনার কয়রায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সাথে জামায়েত ইসলামির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন ) বিকাল ৪ টায় ৬নং কয়রা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৯ নং ওয়ার্ডের জামায়াত সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ রজব আলী মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা আবুল কালাম আজাদ আরো বলেন, বাংলাদেশের ঐতিহ্য দক্ষিণ খুলনায় অবস্থিত সুন্দরবন।
এই সুন্দরবন কে সুরক্ষা করতে হবে। সুন্দরবন সুরক্ষার জন্য প্রসাশনকে জোরালো ভুমিকা রাখবেন বলে আমরা প্রতাশ্যা করি। সুন্দরবনে বনদস্যু আজকে ভরপুর হয়ে গেছে। এই বনদস্যুর ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যান্যদের মধ্যে, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান,
সেক্রেটারি শেখ সায়ফুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর গাজী মিজানুর রহমান, সেক্রেটারি প্রভাষক নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাকিম বিল্লাহ
, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি ডি এম জাহিদুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, সাবেক ইউপি সদস্য নাজমুস সাদাত, শিক্ষম সুজিত কুমার রায়, তারাপদ মুন্ডা, নিরঞ্জন রায়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।