এমদাদুল হক মিঠুন
কিশোরগঞ্জ সংবাদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে কাশ্মীর রহমান নীলা (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে তার ৯ বছরের ছোট বোন নীহা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
কাশ্মীর রহমান নীলা কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমানের মেয়ে। সে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। নিখোঁজ শিশু নীলার ছোট বোন নীহা।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, আজ বিকেলে চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি ছোট নৌকায় করে ঘুরতে বেড়িয়েছিল নিহত নীলা ও পরিবার। হঠাৎ নৌকা ডুবি হলে চারজন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নীলা ও তার বাবা-মাকে উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে গেলে নীলাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ইউএনও আরও জানান, নীলার বাবা-মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নীলার ছোট বোন এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।