বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

কুরবানির ঈদ সামনে গরু ছাগল চোর হতে সাবধান ডিমলা থানার ওসির সতর্কবার্তা

প্রতিবেদক
স্বাধীন কাগজ
মে ২২, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

আশীষ বিশ্বাস (নীলফামারী জেলা সংবাদদাতা): নীলফামারী ডিমলা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুরবানির ঈদ সামনে, এই ঈদে গরু-ছাগল চুরি বেড়ে যায়। থানা পুলিশ সতর্ক আছে। ঈদের ক’দিন আপনারাও নিজের গরু-ছাগলকে অধিক নিরাপত্তায় রাখুন।

প্রয়োজনে এলাকাভিত্তিক সম্মিলিতভাবে পাহারার ব্যবস্থা করুন। এলাকায় অচেনা লোকের ঘুরাঘুরি দেখলে ভিডিও/ছবি তুলে রাখুন। মেসেজটি সবার কাছে শেয়ার করুন। নীলফামারীর ডিমলা থানার ওসির ফেসবুক থেকে বুধবার রাতে (২২ মে) এমন সতর্কীকরণ বার্তা দেওয়া হয়েছে। যা ডিমলাবাসী গ্রহণ করে ওসির এমন সতর্কবার্তা ছড়িয়ে দিতে দেখা যায়।

অনেকে ডিমলা থানার ওসির এমন বার্তায় প্রশংসা করতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডিমলা থানার ওসি ফজলে এলাহী বলেন, ডিমলার বাইরে বিভিন্ন এলাকার গরু চুরির খবর পাচ্ছি। তাই ডিমলা এলাকাবাসীকে গরু চোর হতে সাবধানতা অবলম্বনে বার্তা দিয়েছি। এ বিষয়ে ইউনিয়নগুলোর জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ - সংবাদ