মোঃ রফিকুল ইসলাম খুলনা জেলা সংবাদদাতাঃ
খুলনা-কয়রা আঞ্চলিক মহাসড়কে যাতায়াতকারী যানবাহন থেকে কপোতাক্ষ নদীর উপর নির্মিত কয়রা সেতুতে (চাঁদ আলী সেতু) টোল আদায় বন্ধ হচ্ছে না। সেতু নির্মাণের ১৫ বছর পরও টোল আদায় বন্ধ না হওয়ার প্রতিবাদে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
শুক্রবার (১১ জুলাই ) বিকালে কয়রা সেতুতে ঘণ্টা ব্যাপী টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা জানিয়েছেন, কয়রা একটি উপকূলীয় অঞ্চল৷ এ সেতু দিয়ে চলাচল করে সাধারণ নিম্ন আয়ের মানুষ৷ সেতু দিয়ে চলাচল করা সাধারণ মানুষের ওপর টোল চাপিয়ে দেওয়া এক ধরনের জুলুম এবং চাঁদাবাজি। সেতু নির্মাণের খরচ সরকার বহু আগেই আদায় করে নিয়েছে বলে দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা, এখন জনগণের ওপর এই বোঝা চাপিয়ে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক বলে তারা জানিয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালে কয়রা সেতু নির্মাণের পরই সেখানে যান চলাচল শুরু করে (সওজ) ২০১০ সাল থেকে চলাচলকারীদের কাছ থেকে ইজারাদারের মাধ্যমে টোল আদায় করা হয়। তবে সেতু নির্মাণের পর তিনগুণ টাকা টোল আদায় হয়েছে। তবুও ফ্যাসিবাদীরা টোলের নামে জনগণের কাছ থেকে চাঁদা আদায় করছিল। সে জন্য গত বছর ৫ আগস্ট জুলাই বিপ্লবের পর ছাত্রজনতা টোল আদায় বন্ধ করে দেয়। ইজারার দোহায় দিয়ে আবারো টোল চালু করেন (সওজ) কর্তৃপক্ষ। হিজারাদারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বর্তমানে আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা টোল আদায় করছে এবং সম্প্রতি নতুন করে ইজারা দেওয়ার পাঁয়তারা করছেন সওজের ফ্যাসিবাদী সরকারি কর্মকর্তা। মানববন্ধনকারীরা স্থায়ীভাবে টোল বন্ধের দাবি জানিয়েছেন। টোল আদায় বন্ধ না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা। কর্মসূচিতে অংশ নেওয়া পথচারীরাও তাদের সমর্থন জানান।
মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা কর্মীসহ অধিকাংশ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।