মোঃ রফিকুল ইসলাম, (খুলনা জেলা সংবাদদাতা):খুলনায় জলাবদ্ধতা দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার।
নগরবাসীর দুর্ভোগ কমাতে তিনি প্রতিনিয়ত সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করছেন। তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং ড্রেনেজ ব্যবস্থার বাস্তব চিত্র ঘুরে দেখেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন। ফিরোজ সরকার বলেন, “জলাবদ্ধতা একটি বড় সমস্যা।
তবে আমরা এটি সমাধানে অঙ্গীকারবদ্ধ। নগরবাসী যেন কষ্ট না পান, সে জন্য প্রতিটি সমস্যার পেছনে কাজ করছি।” পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেসিসি ও পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা। এলাকাবাসী তার এই তৎপরতা ও দ্রুত পদক্ষেপকে স্বাগত জানান।
সাম্প্রতিক বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে সৃষ্টি হয় ব্যাপক দুর্ভোগ। এই পরিস্থিতি থেকে উত্তরণে সিটি করপোরেশন ও বিভাগীয় প্রশাসন সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। খুলনা বাসির প্রত্যাশা, ‘‘এই প্রচেষ্টা বাস্তবে রূপ নিলে দ্রুতই জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান হবে।’’