মোহাম্মদ রফিকুল ইসলাম, খুলনা জেলা সংবাদদাতাঃ খুলনার শিপিয়ার্ড রোডের চানমারি বাজার এলাকায় সোমবার রাত আড়াইটায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে তিনটি বাসায় তল্লাশি চালিয়ে ১টি বিদেশি রি/ভ/ল/বা/র, ২ রাউন্ড গু/লি ও ২৭০ পিস ই/য়া/বা/স/হ ৫ জনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- রূপসা ইস্টার্ন রোডের নুরুল ইসলামের ছেলে ছাত্রদল কর্মী মো. রাজু আহমেদ (৩০), চানমারী বাজার মাদ্রাসা রোডের শামসুর রহমানের ছেলে জুনায়েদ হোসেন মুন্না (৩০), মাস্টারপাড়ার শওকত হোসেনের ছেলে মিরাজ (৩২), চানমারী দ্বিতীয় গলির জালালের ছেলে নীরব ইসলাম জিয়া (২৩) ও বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজারের হানিম শিকদারের ছেলে শামীম হোসেন (২৯)। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। দলীয় পরিচয় ও অস্ত্র রাখার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।