মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবী ইতোমধ্যে খুলনা-৫ আসনের নির্বাচনী মাঠে নেমে পড়েছেন।
ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত এ আসনের বিভিন্ন এলাকার মানুষের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ শুরু করেছেন। তিনি এর আগে খুলনা সদর ও সোনাডাঙা নিয়ে গঠিত ২ নং আসনের এমপি ছিলেন।
জানাগেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি ওই আসনে ভোটের লড়াইয়ে অংশ গ্রহণ করবেন।