মোঃ রফিকুল ইসলাম,( খুলনা জেলা সংবাদদাতাঃ) খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন সুখদাড়া গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শংকর প্রদাস মন্ডল (৬০) কে হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় বটিয়াঘাটা থানায় ২৯/০৬/২০২৫ খ্রিঃ একটি হত্যা মামলা রুজু হয়।
খুলনা জেলার পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন মহোদয়ের তত্তাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আনিসুজ্জামান এর সার্বিক তদারকিতে এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুর রহমান এর নির্দেশনায় এই হত্যা মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ২৯/০৬/২০২৫ খ্রিঃ রাতে বটিয়াঘাটা থানার এসআই (নিঃ)/ মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ১টি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে বটিয়াঘাটা থানাধীন সুখদাড়া গ্রাম এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের নাম-১। স্বপন মন্ডল (৭৩), পিতা-মৃত নগেন্দ্রনাথ মন্ডল, ২। কালিদাসী মন্ডল (৬৫), স্বামী-স্বপন মন্ডল ও ৩। নুপুর মন্ডল (৩০), স্বামী-সঞ্জয় মন্ডল। প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত স্বপন মন্ডল ভিকটিম শংকর প্রসাদ মন্ডলের বড় ভাই।
দুই ভাইয়ের মধ্যে পূর্ব হতেই জমি নিয়ে বিরোধ চলমান ছিল। ভিকটিম শংকর প্রসাদ মন্ডল তার পরিবার নিয়ে খুলনা সদর থানাধীন ফুলমার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সিকিউরিটি গার্ডের চাকুরী করতেন। গত ২৮/০৬/২০২৫ খ্রিঃ ভিকটিম শংকর প্রসাদ মন্ডল তার গ্রামের বাড়ি বটিয়াঘাটা থানাধীন সুখদাড়ায় গিয়ে দেখেন তার দখলীয় সম্পত্তির চারপাশে গ্রেফতারকৃতরা বাঁধ দিয়ে মাছের ঘের করেছে।
তখন ভিকটিম কোদাল নিয়ে বাঁধ কেটে দিতে থাকে। এই সংবাদ পেয়ে গ্রেফতারকৃতরা লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে যায় এবং ভিকটিমের মাথায় আঘাত করে। এতে ভিকটিম শংকর প্রসাদ মন্ডল মৃত্যুবরণ করেন। গ্রেফতারকৃত স্বপন মন্ডল ও নুপুর মন্ডল বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।