মোঃ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ বাজারগামী চিটাগুড়বাহী ট্রেনটি উথলী রেলস্টেশনে প্রবেশের পর ক্রসিং শেষ করে লুপ লাইন থেকে মেইন লাইনে ওঠার সময় গার্ডব্রেকের একটি বগির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। তবে লাইনচ্যুত বগিটি ফেলে রেখে সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাকি ওয়াগনগুলো নিয়ে ট্রেনটি দর্শনার উদ্দেশে রওনা দেয়।
উথলী রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা দিয়েছে। তাদের নির্দেশনায় উদ্ধার কার্যক্রম শুরু হবে। আপাতত সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।