মোহাম্মদ রফিকুল ইসলাম, (খুলনা জেলা সংবাদদাতা): খুলনা জেলার গল্লামারী বাজার সংলগ্ন ময়ূর নদের উপর স্থাপিত ব্রিজটি যেন জনগণের ভোগান্তির চরম পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে। ব্রিজটি যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়লে সংস্কার করার কাজ হাতে নেয় সড়ক বিভাগ। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও ব্রিজ নির্মাণের আশাতীত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না।
এই ব্রিজটি ‘জিরো পয়েন্ট টু ময়লাপোতা-সোনাডাঙ্গা’ অর্থাৎ খুলনার মূল শহরকে সংযুক্ত করেছে। বর্তমানে ব্রিজটির নির্মাণকাজ বন্ধ থাকার কারণে সড়কটিতে জনদুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে।
প্রতি দিন এই সড়কটিতে যানজট সৃষ্টি হচ্ছে। ব্রিজটির পাশেই খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীকে এই ব্রিজটি ব্যবহার করতে হয়। যার কারণে এই সড়কে যানজট সবসময় লেগেই থাকে।
ব্রিজের কাজ ধীরগতি হওয়ায় ময়ূর নদটি এখন মৃতপ্রায়। নদের পানি প্রবাহ না থাকায় পানি দূষিত হয়ে পরিবেশ নষ্ট করছে। ব্রিজটি জনগণের ভোগান্তি যেমন বাড়িয়েছে তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বাড়িয়েছে।
নদের বেহাল দশার কারণে পচা পানির দুর্গন্ধ ও ধুলাবালি থেকে নগরবাসীর অ্যালার্জি, শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা, স্ট্রোকের ঝুঁকি দিন দিন বেড়ে যাচ্ছে। তাই উক্ত ব্রিজ নির্মাণের কাজটি দ্রুত শেষ করার জন্য সড়ক বিভাগের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ।