এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা): গাইবান্ধায় পুরাতন বাজারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিযান চালায়।এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ” ভেজাল খাদ্যপণ্য আমদানি ও বিক্রির অভিযোগে পুরাতন বাজারের গালামালের দোকানে অভিযান চালানো হয়।
অভিযানের সময় দোকানে অনুমোদনহীন বিভিন্ন ভেজাল পণ্য আমদানি, বিক্রি, মজুত করায় ওই প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়। এছাড়াও ওই দোকান থেকে আমদানির সিলবিহীন ও চালানবিহীন বিভিন্ন খাদ্য উপকরণও জব্দ করা হয়।
বিভিন্ন ভেজাল খাদ্য (যেমন : রঙিন পাঁপড়) বিক্রি করায় ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।