এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা): আজ মঙ্গলবার রাত ৯টার সময় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিকে দিনাজপুর ঈদগাহ আবাসিক এলাকায় তার বড় বোনের বাসা দীবা গার্ডেন বাড়ি থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
দিনাজপুরের পুলিশ সুপার এ বিষয়টি নিশ্চিত করেন। গাইবান্ধা সদর থানায় পুলিশ আসলেই আসামি সাবেক সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবিরকে হস্তান্তর করা হবে।