এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা): ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার নৃশংস হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে ছাত্র-জনতাসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে।
এ কর্মসূচি থেকে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করা এবং তাদের আগ্রাসনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানানো হয়।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে 'গ্লোবাল স্ট্রাইক ফর গাজা' কর্মসূচির অংশ হিসেবে আজ ৭ই এপ্রিল, সোমবার সকাল থেকেই গাইবান্ধার পৌরপার্কে জড়ো হতে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 'নো ওয়ার্ক, নো স্কুল ' কর্মসূচির আওতায় ক্লাস, পরীক্ষা বর্জন করে তারা বেলা সাড়ে ১১টার দিকে পৌরপার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করে।
এদিকে একই দাবিতে যোহরের নামাজের পর গাইবান্ধার সর্বস্তরের জনসাধারণ জনতার ব্যানারে শহরের বড় মসজিদ থেকে 'মার্চ ফর প্যালেস্টাইন ' কর্মসূচি শুরু করা হয়।এতে সকল পেশার মানুষ অংশগ্রহণ করে।