মোঃ ইউসুফ আলী(মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): গাজায় গণহত্যা বন্ধে সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ গাজায় গণহত্যার প্রতিবাদে ৭এপ্রিল (সোমবার) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে নিপীড়িত গাজাবাসী।
গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা।
গাজাবাসীর এই আহ্বানে সাড়া দিয়ে ৭এপ্রিল সকাল ১০টায় মাদারগঞ্জ উপজেলার ২নং কড়ইচড়া ইউনিয়ন ছাত্রদল এর নেতীবৃন্দ ও মহিষবাথান রসূল মনির উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ৷
মানববন্ধন ও বিক্ষোভ এর সময় তারা বজ্র কন্ঠে আওয়াজ তুলে বলছিল,
নারায়ে তাকবির,
আল্লাহু আকবার,
ফিলিস্তিন ফিলিস্তিন,
জিন্দাবাদ জিন্দাবাদ,
জিন্দাবাদ জিন্দাবাদ,
ফিলিস্তিন ফিলিস্তিন,
ফিলিস্তিনে হামলা কেনো,
জাতিসংঘ জবাব দে,
জাতিসংঘ জবাব দে,
ফিলিস্তিনে হামলা কেনো,
আমার ভাই মরলো কেনো,
জাতিসংঘ জবাব দে,
জাতিসংঘ জবাব দে,
আমার ভাই মরলো কেনো,
আমার ভাই শহিদ কেনো,
জাতিসংঘ জবাব দে,
জাতিসংঘ জবাব দে,
আমার ভাই শহিদ কেনো,
ইজরায়েলের কালো হাত,
ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,
ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,
ইজরায়েলের কালো হাত,
স্বপ্নে দেখি প্রতিদিন,
স্বাধীন হবে ফিলিস্তিন,
বদরের হাতিয়ার গর্জে উঠো আর-একবার
গর্জে উঠো আর-একবার,
বদরের হাতিয়ার,
একশন একশন ডাইরেক্ট একশন
বিশ্ব মুসলিম ঐক্য করো,
ফিলিস্তিন স্বাধীন করো
ফিলিস্তিন স্বাধীন করো,
বিশ্ব মুসলিম ঐক্য করো,
লেগেছেরে লেগেছে,
রক্তে আগুন লেগেছে,
জেগেছেরে জেগেছে,
বিশ্ব মুসলিম জেগেছে,
নারায়ে তাকবির আল্লহু আকবার,
ইজরায়েল এর দালালেরা হুশিয়ার সাবধান,
ইজরায়েলী পন্য বয়কট বয়কট আল আকসা।
ফিলিস্তিন স্বাধীন হবে একদিন ফিলিস্তিনে মানুষ মরে,
মানবতা বাদিরা কি করে সাবিলোনা সাবিলনা আল জিহাদ আল জিহাদ তরীক্বোনা তরীক্বোনা আল জিহাদ আল জিহাদ।